ফ্রান্সের দক্ষিণাঞ্চলের মারসেইলি শহরে বিস্ফোরণে ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীরা এই দুই মরদেহ উদ্ধার করেন বলে জানান শহরটির মেয়র।
বিচারিক কর্তৃপক্ষ ভুক্তভোগীদের মরদেহ শনাক্ত করবে বলে সোমবার এক বিবৃতিতে জানান অগ্নি নির্বাপণকর্মীরা। নিখোঁজদের অনুসন্ধানে কিছু নির্দিষ্ট জটিলতা রয়েছে বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।
কর্তৃপক্ষ এর আগে বলেছিল, রোববারের বিস্ফোরণে অন্তত ৯ জন নিখোঁজ রয়েছেন। ওই বিস্ফোরণে দুটি আবাসিক ভবন ধ্বংস হয়েছে। আরেকটি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের কারণ জানা যায়নি।
মেয়র বেনোইত পায়ান সোমবার টুইট করে জানান, এই দুঃখ ও কষ্ট বিশাল। উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম কোনো বিরাম ছাড়াই চলছে।
ফান্সের একটি গণমাধ্যমকে মেয়র বলেন, ধসে পড়া পাঁচ তলা ভবনে নিখোঁজ ছয়জনকে উদ্ধারে একশ জনেরও বেশি অগ্নিনির্বাপণকর্মী কাজ করছেন।
জ্বলন্ত ধ্বংসাবশেষে তীব্র গরম ছিল। এতে উদ্ধারকারী কুকুর রোববার বিকেল পর্যন্ত কাজ করতে পারেনি। ধোঁয়াও ছিল।
এই বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
আরএইচ