ভারতে এখন ৩ হাজার ১৬৭টি বাঘ রয়েছে। চার বছরে বাঘ বেড়েছে ২০০টি।
প্রজেক্ট টাইগার ক্যাম্পেইনের ৫০ বছর পূর্তি উপলক্ষে রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রতিবেদন প্রকাশ করেন।
বিশ্বে মোট বাঘের ৭০ শতাংশই ভারতে রয়েছে বলে অনুমান করা হয়।
মোদি বলেন, ভারত শুধু বাঘই রক্ষা করেনি, দারুণ একটি বাস্তুসংস্থানও উপহার দিয়েছে।
বাঘের সংখ্যা ভয়াবহভাবে কমে যেতে শুরু করলে ১৯৭৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রজেক্ট টাইগার শুরু করেন।
ভারতে ১৮৭৫ সাল থেকে ১৯২৫ সালের মধ্যে ৮০ হাজারেরও বেশি বাঘ হত্যার শিকার হয়।
২০০৬ সালের পর থেকে বাঘের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকে।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
আরএইচ