ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মস্কোর আদালতে উইকিমিডিয়ার সাড়ে ২৪ হাজার ডলার জরিমানা  

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
মস্কোর আদালতে উইকিমিডিয়ার সাড়ে ২৪ হাজার ডলার জরিমানা  

উইকিপিডিয়ার স্বত্বাধিকারী উইকিমিডিয়া ফাউন্ডেশনকে দুই মিলিয়ন রুবল (২৪ হাজার ৫২৫ ডলার) জরিমানা করেছে মস্কোর একটি আদালত।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে ভুল তথ্য সরাতে ব্যর্থ হওয়ায় এই জরিমানা করা হয়েছে।

ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে এই খবর জানিয়েছে আল জাজিরা।  

তথ্যের স্বাধীন উৎসের ওপর কঠোর ব্যবস্থা নিতে এর আগেই মস্কো উইকিমিডিয়া ফাউন্ডেশনকে কয়েকবার টার্গেটে পরিণত করেছিল।

উইকিমিডিয়া ফাউন্ডেশন এর আগে বলেছিল, যে তথ্যের বিষয়ে অভিযোগ উঠেছে, তা বেশ বিশ্বাসযোগ্য সূত্র থেকে নেওয়া। এই তথ্য নেওয়ার ক্ষেত্রে উইকিপিডিয়ার মান অনুসরণ করা হয়েছে।  

২০১৭ সালে রাশিয়ার আদালতের জারি করা এক রুলে বলা হয়, অবৈধ ওষুধের ব্যবহারের প্রচার করা হয়েছে বলে মনে হয়, এমন নিবন্ধ সরাতে অস্বীকৃতি জানিয়ে উইকিমিডিয়া ফাউন্ডেশন রাশিয়ার আইন ভেঙেছে।  

মস্কো ২০২০ সালে রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি ও ভয়েস অব আমেরিকাসহ বেশ কয়েকটি গণমাধ্যমকে বিদেশি এজেন্ট তকমা দেয়। সেবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এর সমালোচনা করে।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।