অপরাধবিষয়ক লেখিকা অ্যানি পেরি ৮৪ বছর বয়সে মারা গেছেন। লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন তার প্রতিনিধি।
গেল ডিসেম্বরে পেরি হার্ট অ্যাটাকের শিকার হন। এরপর থেকে গত কয়েক মাস ধরে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল।
১৫ বছর বয়সে অনরাহ ম্যারি পার্কার নামে এক নারীকে মারধরে হত্যা করায় পেরিকে কয়েক বছর জেল খাটতে হয়। ওই নারী ছিলেন তার বন্ধুর মা।
পিটার জ্যাকসনের ১৯৯৪ সালের সিনেমা হেভেনলি ক্রিয়েচারসের অনুপ্রেরণা ছিলেন তিনি। সিনেমায় অভিনয় করেন কেট উইন্সলেট।
প্রিয় বন্ধুর মায়ের হত্যাকাণ্ডের সময় পেরি জুলিয়েট হুলমি নামে পরিচিত ছিলেন। পরে তিনি অ্যানি প্যারি নাম ধারণ করেন।
হত্যাকাণ্ডটি সংঘটিত হয় ১৯৫৪ সালে। হত্যাকাণ্ডে জড়িত ছিলেন পেরি ও তার বন্ধু পলিন পারকার। হত্যাকাণ্ডের শিকার নারী হলেন পলিন পারকারের মা।
ইট দিয়ে ২০ বার আঘাত করায় অনরাহ পারকার নিহত হন। পেরি ও তার বন্ধুর বয়স এতই কম ছিল যে, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। এর বদলে তাদের জেলে পাঠানো হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
আরএইচ