ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আলাবামায় গুলিতে নিহত ৪ 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
যুক্তরাষ্ট্রের আলাবামায় গুলিতে নিহত ৪ 

যুক্তরাষ্ট্রের আলাবামায় গোলাগুলিতে অন্তত চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার এই ঘটনা ঘটে।

খবর বিবিসি।  

স্থানীয় গণমাধ্যম বলছে, ডাডেভিলে শহরে মাহোগানি মাস্টারপিস ড্যান্স স্টুডিওতে স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে একটি অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় বেশ কয়েকজন হতাহতের শিকার হয়েছেন।  

গভর্নর কে আইভে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। টুইট করে তিনি বলেন, সহিংস অপরাধের কোনো জায়গা নেই। আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আমরা খবর নিচ্ছি।  
 
ডাডেভিলে পুলিশ ডিপার্টমেন্টে ধর্মগুরু হিসেবে এবং স্থানীয় হাই স্কুল ফুটবল দলের হয়ে কাজ করা পাস্তর বেন হায়েস বলেন, ভুক্তভোগীদের বেশিরভাগই কিশোর-কিশোরী।  

তিনি বলেন, নিহতদের মধ্যে একজন ছিল আমাদের তারকা খেলোয়াড়। দারুণ মানুষ ছিল সে। হতাহতদের অনেককেই আমি চিনি। ডাডেভিলে ছোট একটি শহর। এই অঞ্চলের সবার মধ্যে এই হামলা প্রভাব ফেলবে।  

কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, সেই সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। কাউকে এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়নি।  

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।