ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে চীনা প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাৎ 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
পুতিনের সঙ্গে  চীনা প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাৎ 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার তাদের এই সাক্ষাৎ হয়।

খবর আল জাজিরা।  

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মস্কো সফরের এক মাসেরও কম সময়ের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হলো। প্রতিক্ষামন্ত্রী লি শাংফুর সঙ্গে সাক্ষাতের সময় পুতিনের সঙ্গে ছিলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।  

ইউক্রেনে রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের সমালোচনায় অস্বীকার করেছে। চীনের অভিযোগ যুক্তরাষ্ট্র ও ন্যাটো মস্কোকে উসকানি দিচ্ছে।

তবে চীনের পররাষ্ট্রমন্ত্রী গেল সপ্তাহে বলেন, চীন রাশিয়াকে অস্ত্র দিয়ে সাহায্য করবে না। কেননা এই নিয়ে ভয়ে রয়েছে যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা জোটে থাকা দেশগুলো।  
 
রোববারের বৈঠকের শুরুতে পুতিন চীন-রাশিয়া সম্পর্কের উন্নতির প্রশংসা করেন।  

অন্যদিকে লি বলেন, আমাদের মধ্যে খুব শক্তিশালী বন্ধন রয়েছে।  

রাশিয়া-চীনের বন্ধন ইতোমধ্যে নতুন যুগে প্রবেশ করেছে বলেও মনে করেন তিনি।  

 বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
আরএইচ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।