ভারতে প্রথমবারের মতো অ্যাপলের রিটেইল স্টোর চালু হয়েছে। মুম্বাইয়ে অ্যাপল সিইও স্টোরটির উদ্বোধন করেন।
এক ভিডিওতে দেখা যায়, কুক ক্রেতাদের উদ্দেশে হাত নাড়ছেন এবং স্টোরের দরজা খুলে দিচ্ছেন। এ সময় কর্মীরা হাত তালি দেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।
স্টোর দেখতে আসা ক্রেতা দর্শনার্থীদের অভিভাদন জানান কুক। তাদের কেউ কেউ তার সঙ্গে সেলফিবন্দি হন।
আগামী বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে দ্বিতীয় স্টোর উদ্বোধন অনুষ্ঠানেও অংশ নেবেন অ্যাপল সিইও।
প্রতিবেদনে বলা হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে সারা ভারত থেকেই অ্যাপলপ্রেমিরা মুম্বাইয়ে আসেন। সেখানে স্থানীয় গান ও নৃত্য পরিবেশন করা হয়।
এর আগে ২০১৬ সালে অ্যাপল সিইও ভারত সফর করেন। এর পর কেটে গেছে ৭ বছর। এই সময়ে তিনি আর ভারত সফর করেননি।
এই সফরের অংশ হিসেবে কুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ডেপুটি আইটি মন্ত্রী রাজিব চন্দ্রশেখরের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে আশা করা হচ্ছে। তবে মোদির দপ্তর থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
আরএইচ