ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আন্তর্জাতিক লেনদেনে ডলারের ব্যবহার কমাচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
আন্তর্জাতিক লেনদেনে ডলারের ব্যবহার কমাচ্ছে চীন

আন্তঃসীমান্ত লেনদেনে ডলারের চেয়ে ইয়েন বেশি ব্যবহার করছে চীন।

স্টেইট অ্যাডমিনিস্ট্রেশন অব ফরেন এক্সচেঞ্জের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের এক  প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে চীন আন্তঃসীমান্ত লেনদেনে ৪৩৪ দশমিক ৫ বিলিয়ন ইয়েন ব্যবহার করেছিল। কিন্তু মার্চে তা রেকর্ড পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫৪৯ দশমিক ৯ বিলিয়ন ইয়েনে।

আরও বলা হয়েছে, শতকরা ৪৮ দশমিক ৪ ভাগ আন্তঃসীমান্ত লেনদেনের ক্ষেত্রে ইয়েন ব্যবহার করা হচ্ছে।

তা থেকে পরিষ্কার হচ্ছে যে, চীন ধীরে ধীরে ডলারের ব্যবহার থেকে দূরে সরে আসছে। যতদূর সম্ভব তারা ইয়েন ব্যবহার বাড়াচ্ছে।

গত ফেব্রুয়ারি মাসে চীন আন্তর্জাতিক নিকাশের ক্ষেত্রে শতকরা ৪৮ দশমিক ৬ ভাগ ডলার ব্যবহার করেছে। মার্চে এর পরিমাণ কমে দাঁড়ায় ৪৬ দশমিক ৭ ভাগ।

যদিও আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে চীন এখনো ইয়েনের ব্যবহার তুলনামূলক কম করছে, তবে দিন দিন তা বাড়ছে।

বাংলাদেশ সময়: ০৯৪৮, এপ্রিল ২৮, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।