আফগানিস্তানে তালিবানের অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির আফগানিস্তান থেকে পাকিস্তান সফরে অনুমোদন দিতে রাজি হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি কমিটি।
পাকিস্তানে গিয়ে আফগান পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে এক প্রতিবেদনে বলেছে রয়টার্স।
রয়টার্স সোমবার এক প্রতিবেদনে জানায়, পাকিস্তানের জাতিসংঘ মিশন মুত্তাকিকে ৬ থেকে ৯ মে পর্যন্ত নিষ্কৃতি দেওয়ার অনুরোধ জানিয়েছে।
মুত্তাকির ওপর দীর্ঘদিন ধরেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে। তার ওপর সম্পত্তি ও অস্ত্র নিষেধাজ্ঞাও রয়েছে।
গেল মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উজবেকিস্তানে যেতে মুত্তাকিকে অনুমতি দিতে রাজি হয়েছিল। সেখানে প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বিষয়ে আলোচনার কথা ছিল।
আফগানিস্তানের টোলোনিউজ সোমবার বলেছিল, পাকিস্তানের গণমাধ্যম এই সফর নিয়ে খবর প্রকাশ করেছে। মুত্তাকি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারিরর সঙ্গে দেখা করতে পারেন। তবে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফর নিয়ে কোনো মন্তব্য করেনি।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, মে ২, ২০২৩
আরএইচ