ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নতুন অস্ত্রবিরতির মধ্যেও খার্তুমে লড়াই চলছে 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, মে ৪, ২০২৩
নতুন অস্ত্রবিরতির মধ্যেও খার্তুমে লড়াই চলছে 

সাত দিনের অস্ত্রবিরতির মধ্যেও সুদানের খার্তুমে ভয়াবহ লড়াই চলছে। সেনাবাহিনী প্রেসিডেন্টের ভবন ও সেনা সদরদপ্তরের আশপাশ থেকে আধা সামরিক বাহিনীকে সরিয়ে দিতে চাইছে।

 

গেল ১৫ এপ্রিল সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘাত শুরু হয়। কয়েক দফা অস্ত্রবিরতির ঘোষণা এসেছে। তবে এক পক্ষ আরেক পক্ষের ওপর বারবারই এই অস্ত্রবিরতি ভাঙার দোষ চাপাচ্ছে।  

বৃহস্পতিবার খার্তুম ও ওমদুরমান শহরে ভারী বোমা বর্ষণের খবর শোনা গেছে।  

সুদানি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত ৫৫০ জনের প্রাণহানি ছিল। এই সময়ে আহত হন চার হাজার ৯২৬ জন।  

সুদানে সেনাবাহিনী প্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) প্রধান মোহাম্মদ হামদান দাগালোর (হেমেদতি নামে পরিচিত) মধ্যেকার মতবিরোধ নিয়েই সংঘাত ছড়িয়ে পড়ে। এখনো পর্যন্ত তারা আলোচনার জন্য খুব বেশি আগ্রহ দেখাননি।

আল-বুরহানের দূত দাফাল্লাহ আলহাজ আল-জাজিরাকে বলেন, কেবলমাত্র অস্ত্রবিরতি নিয়ে চুক্তি হয়েছে। দ্বন্দ্বের সমস্যা সমাধানে কোনো মধ্যস্থতা হয়নি।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মে ০৪, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।