সার্বিয়ায় গুলিতে আটজন নিহত ও ১৪ জন আহত হওয়ার ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিবিসি।
বেলগ্রেডের ৬০ কিলোমিটার দক্ষিণে একটি গ্রামের কাছে চলন্ত একটি গাড়ি থেকে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি ছোড়ে এক বন্দুকধারী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়য় বলছে, সন্দেহভাজন, যিনি ঘটনাস্থল থেকে পালিয়েছিলেন, অনেক খোঁজার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে বুধবার বেলগ্রেডে একটি স্কুলে এক কিশোর বন্দুক দিয়ে গুলি করে নয়জনকে হত্যা করে।
শুক্রবার সকালে সার্বিয়ান গণমাধ্যম বলেছে যে, ম্লাদেনোভাক ও দুবোনা গ্রামে যেখানে গুলির ঘটনা ঘটেছে, সেখানে পুলিশের বিশেষ ফোর্স কাজ করছে।
ঘটনাস্থলের এক ছবিতে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা তল্লাশি চৌকিতে গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছিলেন বন্দুকধারীকে ধরতে। দুবোনার আশপাশে একটি হেলিকপ্টার, ড্রোন ও পুলিশের টহল রাখা হয়েছিল।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০ বছর বয়সী এক তরুণ বৃহস্পতিবার সন্ধ্যায় দুবোনা পার্কে পুলিশ কর্মকর্তার সঙ্গে তর্কের পর স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি চালাতে থাকেন।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, মে ০৫, ২০২৩
আরএইচ