ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, মে ৯, ২০২৩
গাজায় ইসরায়েলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত

গাজার দক্ষিণাঞ্চলে একটি গাড়িতে ইসরায়েলের বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি অ্যাম্বুলেন্সকর্মীদের বরাতে এই খবর জানিয়েছে আল জাজিরা।

মঙ্গলবার এই হামলা ঘটল। এর কয়েক ঘণ্টা আগেই ইসরায়েলের হামলায় ১৩ ব্যক্তি নিহত হন। এর মধ্যে রয়েছেন ফিলিস্তিনি ইসলামিক জিহাদের তিন কর্মী, বেসামরিক নাগরিক ও শিশু।

গাড়িতে হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনী টুইটারে বলেছে যে, গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিস শহরে একটি সন্ত্রাসী স্কোয়াড অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র পরিবহনের সময় বিমান হামলা চালানো হয়েছে।  

আল জাজিরার সংবাদকর্মী এল সায়েদ গাজা থেকে জানিয়েছেন, হামলায় গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

তিনি বলেন, ড্রোন ক্ষেপণাস্ত্রের মাধ্যমে গাড়িটি সরাসরি লক্ষ্য করা হয়েছিল। এটি পুরোপুরি জ্বলে গেছে। খাজা ইউনিসে আরও বিমান হামলা ও গোলাবর্ষণ হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মে ৯, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।