তোশাখানা মামলায় অভিযুক্ত হলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। বুধবার দেশটির একটি আদালত তাকে অভিযুক্ত করে।
একদিন আগেই ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে গ্রেপ্তার হন ইমরান খান। আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
অতিরিক্ত জেলা দায়রা জজ হুমায়ুন দিলাওয়ারের আদালতে তোশাখানা মামলার শুনানি হয়। মোহসিন শাহনেওয়াজ রানঝা নামে মামলার এক বাদী তার অভিযুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে।
এদিকে আরেক মামলায় ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার তার রিমান্ড মঞ্জুর হয়।
আগের দিন মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে গ্রেপ্তার হন ইমরান খান। আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
শুনানির শুরুতে এনএবি ইমরানের ১৪ দিনের রিমান্ড চায়। এ সময়ে আদালতে বিচারক হিসেবে ছিলেন মোহাম্মদ বশির।
পিটিআই চেয়ারম্যানের আইনজীবী এই আবেদনের বিরোধিতা করে বলেন, মামলাটি ব্যুরোর পরিধির মধ্যে পড়েনি। তিনি বলেন, এনএবি তদন্ত প্রতিবেদন দেয়নি।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, মে ১০, ২০২৩
আরএইচ