ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দ্য কেরালা স্টোরি: মহারাষ্ট্রে শতাধিক গ্রেপ্তার 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, মে ১৬, ২০২৩
দ্য কেরালা স্টোরি: মহারাষ্ট্রে শতাধিক গ্রেপ্তার 

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্যে সাম্প্রদায়িক সংঘর্ষে একজন নিহত ও আটজন আহত হওয়ার পর শতাধিক লোককে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিবিসি

 

খবরে বলা হয়েছে, সংঘর্ষের ঘটনা ঘটে আকোলা শহরে। বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট ঘিরে এই ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে এবং কারফিউ জারি করেছে। সংঘর্ষে আহতদের মধ্যে একজন নারী কনস্টেবলও রয়েছেন।  
 
পুলিশ বলছে, সংঘর্ষ প্রথমে ঘটে শনিবার, যখন একটি সম্প্রদায়ের লোকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমা নিয়ে একটি পোস্ট ঘিরে আকোলায় পুলিশ স্টেশনের বাইরে জমা হন।   

খবরে বলা হয়েছে, দুই বাসিন্দার মধ্যকার কথোপকথনের একটি স্ক্রিনশন তাদের একজন ইনস্টাগ্রামে শেয়ার করেন। পুলিশের এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ওই কথোপকথনে অন্যজনের কিছু বার্তা ছিল যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। তবে বিস্তারিত কিছু জানাননি তিনি।  

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের দপ্তর শান্তির অনুরোধ জানিয়েছে এবং রাজ্য পুলিশকে বলেছে, যারা সহিংসতায় অংশ নেবে, তাদের বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ নেওয়া হয়।

গেল সপ্তাহে থিয়েটারে মুক্তি পায় দ্য কেরালা স্টোরি। মুক্তির কয়েক মাস আগে থেকেই এটি বিতর্ক ছড়ায়। ইসলামিক স্টেটে যোগ দেওয়া দক্ষিণের এক রাজ্যের তিন তিন ভারতীয় নারীর গল্প এই সিনেমায় দেখানো হয়েছে।

বিরোধী রাজনীতিবিদেরা এই সিনেমার সমালোচনা করেছেন। তারা এটিকে একটি প্রোপাগান্ডা বলছেন।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ১৬, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।