ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অলৌকিক! শিশুর প্রায় বিচ্ছিন্ন মাথা জোড়া দিলেন ইসরায়েলি চিকিৎসকরা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
অলৌকিক! শিশুর প্রায় বিচ্ছিন্ন মাথা জোড়া দিলেন ইসরায়েলি চিকিৎসকরা!

সাইকেল চালাতে গিয়ে একটি গাড়ির সঙ্গে বেশ জোরেশোরে ধাক্কা খেয়েছিল অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দা ১২ বছরের সুলেইমান হাসান। এ দুর্ঘটনায় শরীরের থেকে (মূলত ধড়) মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তার।

দুর্ঘটনাটি এমনভাবে ঘটে, যেকোনো মানুষের প্রাণ চলে যাওয়ার কথা। হাসানের জীবনও মারাত্বক ঝুঁকিতে পড়ে। সন্তানের বেঁচে থাকার আশা হারান এ কিশোরের বাবা-মাও।

অবিশ্বাস্য হলেও সেই হাসান প্রাণে বেঁচে গেছে। আধা বিচ্ছিন্ন মাথাটিও আছে সঠিক স্থানে। আর এ অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন কয়েকজন ইসরায়েলি চিকিৎসক।

ইসরায়েলের স্থানীয় সংবাদপত্র ‘দ্য টাইমস অব ইসরায়েল’- এর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুয়েকমাস আগে ওয়েস্ট ব্যাংকে সাইকেল চালানোর সময় দুর্ঘটনা কবলিত হয় হাসান। একটি গাড়ির সঙ্গে তার সরাসরি সংঘর্ষ হয়।  দুর্ঘটনার পর তার মাথার খুলি মেরুদণ্ডের উপরের কশেরুকা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত হেলিকপ্টারযোগে তাকে নেওয়া হয় দক্ষিণ-পশ্চিম জেরুজালেমের এইন কেরেমের হাদাসাহ হাসপাতালে। ভর্তি করা হয় ট্রমা কেয়ার বিভাগে।

চিকিৎসকরা বোর্ড গঠন করে হাসানের চিকিৎসা শুরু করেন। সাম্প্রতিক সময়ের সবচেয়ে জটিল ও বিরলতম অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তারা। হাসানের ঘাড়ের অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া খুলি পুনঃস্থাপনের কাজও শুরু করেন চিকিৎসকরা।

দীর্ঘ সময় ধরে হাসানের গলা, ঘাড় ও মাথায় নতুন প্লেট ও ফিক্সেশন স্থাপন করেন তারা। এ বিষয়ে এইন কেরেমের হাদাসাহ হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. ওহাদ আইনাভ বলেন, এ ধরনের ঘটনায় সাফল্য ও ব্যর্থতার সম্ভাবনা থাকে ৫০ শতাংশ করে। আমরা ঝুঁকি নিয়েছিলাম। এ অস্ত্রোপচারে সফল হওয়া ‘অলৌকিক’ ঘটনার চেয়ে কম নয়। ঘটেছেও তাই। শিশুটিকে রক্ষা করতে আমরা আমাদের জ্ঞানবুদ্ধি ও অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়েছি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত মাসে হাসানের অস্ত্রোপচারটি করা হয়। প্রচণ্ড ঝুঁকিপূর্ণ হওয়ায় শুরুতেই এ ব্যাপারে গণমাধ্যমে কর্তৃপক্ষ কিছু জানাতে চায়নি। তারা চাচ্ছিলেন, হাসানকে প্রতিনিয়ত পর্যবেক্ষণে রাখতে। একমাস অতিবাহিত হলে সুস্থ অবস্থায় শিশুটিকে ছাড়পত্র দেন তারা। এরপরই বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

তারা আরও জানায়, অস্ত্রোপচারের পর হাসানের স্নায়বিক কোনো সমস্যা নেই। কারও সাহায্য ছাড়াই সে হাঁটাচলা করতে পারছে। এটি ইতিবাচক, তবে আরও কয়েক মাস চিকিৎসকরা হাসানকে পর্যবেক্ষণে রাখবেন।

ছেলেকে জীবন্ত ফিরে পেয়ে আবেগে উচ্ছ্বসিত হাসানের বাবা-মা। বার বার ইসরায়েলি চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। হাসানের বাবা বলেছেন, আমি যত দিন বাঁচব তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যাব। চিকিৎসকদের পেশাদারি দক্ষতা ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আবারও প্রমাণিত হলো। তাদের ধন্যবাদ দেওয়া ছাড়া আমার আর কিছু নেই।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।