রাশিয়ায় সফর করছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। এই সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি।
রোববার (২৩ জুলাই) বার্তা সংস্থা তাস জানিয়েছে, বেলারুশিয়ান রাষ্ট্রপ্রধান শনিবার সন্ধ্যায় রাশিয়ায় পৌঁছেছেন।
ক্রেমলিন প্রেস সার্ভিস এর আগে বলেছিল যে, বেলারুশিয়ান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো রাশিয়ায় সফর করছেন। উভয় দেশের ‘কৌশলগত অংশীদারিত্ব’ আরও জোরালো করার বিষয়ে কথা বলতে পুতিনের সঙ্গে কথা বলবেন তিনি।
মিনস্কের কর্মকর্তারা উল্লেখ করেছেন যে, এই দুই প্রেসিডেন্ট- নিরাপত্তা, আন্তর্জাতিক এজেন্ডা, অর্থনৈতিক সহযোগিতা, ইউনিয়ন রাজ্য কর্মসূচি বাস্তবায়ন, অবৈধ নিষেধাজ্ঞার চাপ মোকাবিলায় সহযোগিতাসহ দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।
বেলারুশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন রাশিয়ার ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে বলে মস্কো ঘোষণা দিয়েছিল। তার দুইদিন পর (রোববার) এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
এমএইচএস