টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনো প্ল্যাটফর্মটির নতুন লোগো উন্মোচন করেছেন। এতে নীল পাখির পরিবর্তে কালো পটভূমিতে সাদা রঙে ইংরেজি অক্ষর ‘এক্স’ ফুটিয়ে তোলা হয়েছে।
সোমবার সকালে লিন্ডা বলেন, এক্স চলে এসেছে! চলুন এগিয়ে যাই।
টুইটারের সত্ত্বাধিকারী ইলন মাস্কের দেওয়া তথ্য অনুযায়ী টুইটারের পোস্টকে এখন থেকে এখন টুইট বলা হবে না। এখন থেকে টুইটার পোস্টকে বলা হবে এক্স’এস।
এই বিলিয়নিয়ার তার তার প্রোফাইল পিকচারে নতুন লোগো যুক্ত করেছেন এবং টুইটার বায়োতে তিনি লিখেছেন এক্স.কম।
ইলন মাস্ক এক্স নামে একটি সুপার অ্যাপ তৈরি করতে চান। নতুন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যটফর্ম গড়ার বিষয়ে তিনি গত কয়েক মাস ধরেই বলে আসছলেন।
রোববার মাস্ক বলেন, তিনি টুইটারের লোগো বদলে ফেলতে চান। টুইটে তিনি বলেন, শিগগিরই আমরা টুইটার ব্র্যান্ডের লোগো পরিবর্তন করব, ধীরে ধীরে সব পাখিকে বিদায় জানাব।
সূত্র: বিবিসি
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
আরএইচ