ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিহারে ঘরে ঢুকে সাংবাদিক হত্যা, ৪ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
বিহারে ঘরে ঢুকে সাংবাদিক হত্যা, ৪ জন গ্রেফতার


ভারতের বিহার রাজ্যে গত শুক্রবার (১৮ আগস্ট) ঘরে ঢুকে এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে বিহার পুলিশ।

আরও দুই আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

৩৫ বছর বয়সী বিমল দৈনিক জাগরণ পত্রিকার স্থানীয় সাংবাদিক ছিলেন। তার ১৫ বছর বয়সী একটি ছেলে ও ১৩ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

পুলিশ জানায়, ভোর ৫টা ৩০ মিনিটের দিকে যাদবের বাড়িতে এসে তাকে ডাকাডাকি করে বন্দুকধারীরা। দরজা খোলার সঙ্গে সঙ্গে তারা বিমলের বুকে গুলি করে।

প্রতিবেশীদের সঙ্গে পুরনো শত্রুতা থেকে এমন মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটতে পারে বলে মনে করছে পুলিশ । দুই বছর আগে বিমলের ছোট ভাই শশীভূষণ যাদবকেও ঠিক একইভাবে খুন করেছিল সন্ত্রাসীরা। ওই ঘটনার মূল প্রত্যক্ষদর্শী ও সাক্ষী ছিলেন বিমল। ভাইয়ের হত্যার ঘটনায় সাক্ষ্য না দিতে প্রায়ই হুমকি পেতেন তিনি।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।