ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফের জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
ফের জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন। শনিবার দেশটির নির্বাচন কর্মকর্তারা এই ফল ঘোষণা করেন।

 

নির্বাচনে কারচুপির অভিযোগ বিরোধীদের। তারা প্রেসিডেন্ট নির্বাচনের এই ফল প্রত্যাখ্যান করেছে।  

নানগাগওয়া এই নির্বাচনে ৫২ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী নেলসন চামিসা ৪৪ শতাংশ ভোট পেয়েছেন। শনিবার জিম্বাবুয়ে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করে।

জিম্বাবুয়ে নির্বাচন কমিশনের চেয়ারওমেন বিচারপতি চিগুম্বা সাংবাদিকদের বলেন, জানু-পিএফ দলের এমারসন নানগাগওয়াকে জিম্বাবুয়ে প্রজাতন্ত্রের যথাযথভাবে নির্বাচিত রাষ্ট্রপতি ঘোষণা করা হলো।

গেল বুধবার ও বৃহস্পতিবার জিম্বাবুয়েতে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। বুধবারই প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি।

ভোটে কারচুপি ও ভোটারদের দমন করা হয়েছে, বিরোধীরা এমন অভিযোগ তোলে। তবে ক্ষমতাসীন দলের সমর্থকদের একটি ছোট দল শনিবারই উদযাপন শুরু করে।  

২০১৭ সালে সেনা অভ্যুত্থানে রবার্ট মুগাবে ক্ষমতাচ্যুত হলে নানগাগওয়া ক্ষমতায় আসেন।  
 
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।