ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাইডেনকে সরাতে অভিশংসন প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
বাইডেনকে সরাতে অভিশংসন প্রস্তাব

প্রেসিডেন্ট জো বাইডেনকে ক্ষমতাচ্যুত করতে তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার কেভিন ম্যাকক্যারর্থি ।  
এই প্রস্তাবের পর বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরু করবে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ।

বাইডেনের বিরুদ্ধে ২০০৯ থেকে ২০১৭ সালে ভাইস প্রেসিডেন্ট থাকাকালে ছেলে হান্টার বাইডেনকে ব্যবসায়িক সুবিধা দেয়ার অভিযোগ করা হয়েছে। বাইডেনের ছেলে হান্টার এর ব্যবসায়িক সহযোগী অভিযোগ করেছেন বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকাকালে হান্টার ক্ষমতার অপব্যবহার করেছিলেন।

বর্তমানে হান্টারের বিরুদ্ধে করসংক্রান্ত অপরাধের ফেডারেল তদন্ত চলছে।

হোয়াইট হাউস ম্যাকার্থির সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র ইয়ান সামস জানিয়েছেন,  রিপাবলিকানরা ৯ মাস ধরে প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে তদন্ত করে আসছেন। কিন্তু তারা প্রেসিডেন্টের  কোনো অন্যায়ের খুঁজে পাননি।

ম্যাকক্যারর্থির দল এর আগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০১৯ এবং ২০২১ সালে দুই বার অভিশংসন প্রস্তাব করেছিলেন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা,সেপ্টেম্বর ১৩, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।