ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হিজবুল্লাহ আমাদের পরীক্ষা নিলে প্রতিক্রিয়া হবে ভয়াবহ: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
হিজবুল্লাহ আমাদের পরীক্ষা নিলে প্রতিক্রিয়া হবে ভয়াবহ: ইসরায়েল লেবানন সীমান্তে ইসরায়েলি সেনারা

ইসরায়েলের সামরিক বাহিনীর শীর্ষ এক মুখপাত্র বলছেন, লেবানন সীমান্তজুড়ে বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে।  

এর কারণ হলো বেসামরিকদের হতাহত ঝুঁকি কমানো এবং প্রয়োজনে সেনাদের আক্রমণের অবাধ স্বাধীনতা দেওয়া।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক্স হ্যান্ডলে বলেন, আমরা পরিস্থিতির টানা মূল্যায়ন করে যাব। কোনো ঝুঁকিতে যাব না।  

তিনি উল্লেখ করেন, যদি হিজবুল্লাহ আমাদের পরীক্ষা নেওয়ার ভুল করে, তবে এর প্রতিক্রিয়া হবে ভয়াবহ।

এদিকে ইসরায়েল লেবানন সীমান্তে রোববার হামলার জন্য ইরান হিজবুল্লাহকে নির্দেশ দিয়েছে বলে অভিযোগ করেছে।  

ড্যানিয়েল হাগারি বলেন, দক্ষিণ গাজায় যুদ্ধ প্রচেষ্টা থেকে আমাদের বিচ্যুত করতে হিজবুল্লাহ বেশ কয়েকটি হামলা চালিয়েছে। ইরানের নির্দেশ ও সমর্থনে এই হামলা চালানো হয়েছে।

তবে ইরান এই দাবি অস্বীকার করেছে।  

দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান আল জাজিরাকে বলেন, গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ অব্যাহত থাকলে আরও অনেক যুদ্ধক্ষেত্র খুলে যাবে।

গেল ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। জবাবে পাল্টা হামলা চালায় ইসরায়েল। এই হামলার মধ্যে লেবাননের সঙ্গেও ইসরায়েলের হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। সবশেষ ইসরায়েল লেবানন সীমান্তে ২৮ টি গ্রামের বাসিন্দাদের সরে যেতে বলেছে।  

হিজবুল্লাহ হলো লেবাননের ইরান-সমর্থিত শিয়াপন্থী গোষ্ঠী।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।