গত কয়েক বছর ধরে চীন ব্যাপকভাবে পারমাণবিক অস্ত্রের মজুত বাড়িয়েছে। এখন দেশটির হাতে পাঁচশর মতো অপারেশনাল ওয়ারহেড রয়েছে।
পেন্টাগনের প্রকাশ করা বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং ২০৩০ সালের মধ্যে ওয়ারহেড বাড়িয়ে এক হাজারে নিয়ে অস্ত্রভাণ্ডার দ্বিগুণ করার আশা করছে। তবে এতে বলা হয়েছে, তবে চীন ‘নো-ফার্স্ট স্ট্রাইক’ অর্থাৎ আগে হামলা না করার নীতিতেই প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।
চীনের অস্ত্রের মজুত অতিরিক্ত মাত্রায় বাড়লেও রাশিয়া ও যুক্তরাষ্ট্রের চেয়েও কম বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্টকহোম ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী রাশিয়ার কাছে পাঁচ হাজার ৮৮৯টি ওয়ারহেড রয়েছে। আর যুক্তরাষ্ট্রের আছে পাঁচ হাজার ২৪৪টি। ২০২১ সালে প্রতিরক্ষা বিভাগের অনুমান ছিল, চীনের কাছে চারশর মতো ওয়ারহেড রয়েছে।
যুক্তরাষ্ট্রের শীর্ষ এক প্রতিরক্ষা কর্মকর্তা বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, আমাদের মতে তারা আগের অনুমান ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে। এটি যুক্তরাষ্ট্রের জন্য বেশ উদ্বেগের।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা করেন, ২০৪৯ সালের মধ্যে চীন বিশ্বমানের সামরিক বাহিনী মোতায়েন করবে। ২০১২ সালে ক্ষময়তায় এসে তিনি তার দেশের সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৩
আরএইচ