মিয়ানমারের চীন রাজ্যে সামরিক বিমান থেকে একটি স্কুলে বোমা হামলায় আট শিশুসহ ১১ জন নিহত হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) স্থানীয়দের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনটিতে বলা হয়, চীন রাজ্যের দক্ষিণ অঞ্চলের প্রত্যন্ত গ্রাম ভুইলুর একটি ছোট পাহাড়ি সম্প্রদায়ের বাসিন্দাদের সোশাল মিডিয়ার পোস্টে বলা হয়েছে, সামরিক বাহিনীর জঙ্গি বিমান সন্ধ্যায় গ্রামটিতে অন্তত দুটো বোমা ফেলেছে। এতে একটি বাড়ি বিধ্বস্ত হয়। বাড়িটি অস্থায়ী একটি স্কুল হিসাবে ব্যবহার হয়ে আসছিল। বোমা হামলায় সেখানে পড়ুয়া ৮ জন শিশু এবং প্রাপ্তবয়স্ক তিনজন নিহত হয়। নিহতদের মধ্যে ৩৪ বছর বয়সী এক শিক্ষক তার মা এবং দুই সন্তানও আছে।
নিহত শিশুদের বয়স ৭ থেকে ১১ বছরের মধ্যে। বোমায় গ্রামের আরও কয়েকটি বাড়ি এবং দুটো গির্জাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
এসআইএ