ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইমরান ও তার স্ত্রীর বিরুদ্ধে ব্যভিচারের মামলা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
ইমরান ও তার স্ত্রীর বিরুদ্ধে ব্যভিচারের মামলা 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রীর বুশরা বিবির বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ে এবং ব্যভিচারের অভিযোগে মামলা করেছেন তার সাবেক স্বামী খাওয়ার মানেকা। এই মামলায় ইমরানকেও অভিযুক্ত করা হয়েছে।

বিবাহিত জীবন নষ্ট করার জন্য ইমরান দায়ী করে বুশরার সাবেক এই স্বামী ইসলামাবাদ ইস্ট সিনিয়র সিভিল জজ কুদরতুল্লাহর আদালতে মামলাটি করেন। মামলায় ইমরান-বুশরার বিরুদ্ধে যেসব ধারায় অভিযোগ আনা হয়েছে তার মধ্যে প্রতারণামূলক বিয়ে ও ব্যভিচারের ধারাও রয়েছে। খবর এনডি টিভি।

২০১৭ সালের ১৪ নভেম্বর বুশরাকে তালাক দেওয়ার পর ২০১৮ সালের ১ জানুয়ারি বিয়ে ইমরান ও বুশরা প্রথমবার বিয়ে করেন। কিন্তু ইসলামি রীতি আনুসারে এই সময়টা ছিল বুশরা বিবির জন্য ইদ্দতকাল বা অপেক্ষার সময়কাল। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তারা আবার বিয়ে করেন বলে অভিযোগে করেন মানেকা।  

মানেকার অভিযোগ, বুশরা মানেকার স্ত্রী থাকা অবস্থায়ও তার বাড়িতে প্রায়ই যাওয়া-আসা করতেন ইমরান। তার অনুপস্থিতিতে ‘আধ্যাত্মিক নিরাময়ের অজুহাতে’ দীর্ঘ সময় অবস্থান করতেন, যা শুধু অনাকাঙ্ক্ষিতই নয়, অনৈতিকও।

আদালত মামলার সাক্ষী  ইস্তেখাম-ই-পাকিস্তান পার্টির সদস্য আউন চৌধুরী, নিকাহ পরিচালনাকারী মুফতি মুহাম্মদ সাঈদ ও মানেকার বাড়ির কর্মচারী লতিফ প্রতি নোটিশ জারি করেছেন। তাদের ২৮ নভেম্বর আদালতে শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

১৯৮৯ সালে  বুশরা বিবি প্রথম স্বামী খাওয়ার মানেকাকে বিয়ে করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।