পাপুয়া নিউ গিনিতে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ নভেম্বর) দেশটির পূর্ব সেপিক প্রদেশের রাজধানী উইওয়াকে এ ঘটনা ঘটে।
আল জাজিরা জানিয়েছে, রিখটার স্কেলের ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটির গভীরতা ছিল ৪৪ কিলোমিটার (২৭ দশমিক ৩৪ মাইল)।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়েছেন কিনা, খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি। এমন কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো।
এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের কারণে সৃষ্ট ভূমিধসে বাড়ি-ঘরের নিচে চাপা পড়ে কমপক্ষে ১২৫ জনের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
এমজে