ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কংগ্রেস নেতার বাড়ি থেকে জব্দ রুপি গুনতে লাগবে দুই দিন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
কংগ্রেস নেতার বাড়ি থেকে জব্দ রুপি গুনতে লাগবে দুই দিন!

ভারতের উড়িষ্যায় কংগ্রেস নেতা ও রাজ্যসভার সদস্য ধীরজ সাহুর বাড়ি থেকে প্রায় ৩০০ কোটি রুপি জব্দ করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। ১০০ জন সদস্য নিয়ে শনিবার (৯ ডিসেম্বর) রাচিতে তার বাড়িসহ একাধিক জায়গায় তল্লাশি চালান রাজস্ব গোয়েন্দারা।

 

এর আগে গত বুধবার উড়িষ্যার একটি বড় মদ কারখানা থেকে প্রায় ৩০০ কোটি রুপি জব্দ করা হয়। তদন্ত করতে গিয়ে এই ঘটনায় নাম উঠে আসে কংগ্রেসের রাজ্যসভার সদস্য ধীরজের। তার পরই ধীরজের বাড়িতে তল্লাশিতে যান আয়কর দপ্তরের কর্মকর্তারা। সূত্রে জানা যায়, ধীরজ ছাড়াও মদ কারখানার এক মালিক বান্টি সাহুর বাড়ি থেকে রুপিভর্তি প্রায় ১৯টি ব্যাগ জব্দ করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।  

শনিবার যে রুপি জব্দ করা হয়েছে সেগুলো গোনার জন্য বোলাঙ্গির জেলার ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এক আয়কর কর্মকর্তা। বোলাঙ্গিরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আঞ্চলিক ম্যানেজার ভগত বেহরা বলেন, দুই দিনের মধ্যে টাকা গোনার কাজ শেষ করার লক্ষ্য নিয়েছি। ৫০ জন ব্যাংককর্মীকে এই কাজে লাগানো হয়েছে। প্রয়োজনে আরও কর্মী আনা হবে।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।