ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে সামরিক ঘাঁটিতে আত্মঘাতী হামলা, ২৩ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
পাকিস্তানে সামরিক ঘাঁটিতে আত্মঘাতী হামলা, ২৩ সেনা নিহত

আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৩ সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোরে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, নিহত সবাই সামরিক বাহিনীর সদস্য।

স্থানীয় সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) এ হামলার দায় স্বীকার করেছে। তাদের যোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম থেকে জানা যায়, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে ডেরা ইসমাইল খান জেলার সামরিক ঘাঁটির প্রধান ফটকে ঢুকে বন্দুক হামলা চালায় জঙ্গিরা। আত্মঘাতী এই হামলার শুরুতে প্রথমেই সামরিক ঘাঁটিতে ঢুকে এক অস্ত্রধারী গুলি ছুড়তে থাকে। তারপর সেখানে প্রবেশ করে অন্যরা। এই সময় ঘুমন্ত অবস্থাতেই অনেকে নিহত হয়েছেন।

ডেরা ইসমাইল খান শহরটি টিটিপির সাবেক শক্ত ঘাঁটি। টিজেপি দেশটির প্রধান সশস্ত্র নিষিদ্ধ গোষ্ঠী টিটিপির সঙ্গে যুক্ত বলে দাবি করেছে। মূলত টিটিপি বছরের পর বছর রাষ্ট্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে হামলা করে চলেছে।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।