ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হারিয়ে যাওয়ার ৬ বছর পর বাড়ি ফিরলো ব্রিটিশ কিশোর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
হারিয়ে যাওয়ার ৬ বছর পর বাড়ি ফিরলো ব্রিটিশ কিশোর

হারিয়ে যাওয়ার ৬ বছর পর বাড়ি ফিরলো এক ব্রিটিশ কিশোর। অ্যালেক্স ব্যাটি নামে এই কিশোর ছয় বছর আগে ছুটি কাটাতে গিয়ে নিখোঁজ হওয়ার পর গত সপ্তাহের শুরুতে নিরাপদে বাড়ি ফিরেছে বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ।

অ্যালেক্স এখন তার নানির সঙ্গে থাকছে। হারিয়ে যাওয়ার আগেও সে নানির সঙ্গেই থাকতো, কারণ পারিবারিক সমস্যার কারণে ব্রিটিশ আদালত অ্যালেক্সকে তার মা মেলেনি ব্যাটির পরিবর্তে নানির জিম্মায় হস্তান্তর করে। যদিও তার মা তাকে জোর করে নানির কাছ থেকে নিয়ে গিয়েছিলেন এবং তাকে নিয়ে ফিনল্যান্ডে চলে যাওয়ার পরিকল্পনা করছিলেন। মায়ের এই পরিকল্পনা শুনেই মূলত ঘর ছেড়েছিল অ্যালেক্স।

ফ্রান্সের তদন্তকারীদের অ্যালেক্স জানিয়েছে, ফ্রান্সে আসার আগে সে মরক্কোয় ছিল। তদন্ত রিপোর্ট সূত্রে জানা যায়, মায়ের ঘর থেকে সে রাতের বেলা পালায়, যাতে কেউ তাকে দেখতে না পায়। ওই সময়টাতে সে ক্ষেত-খামার থেকে খাবার নিয়ে খেয়েছে। এই ছয় বছর অ্যালেক্স মূলত একটি আধ্যাত্মিক দলের সঙ্গে যাযাবর জীবন কাটিয়েছে। সে এক জায়গায় কয়েক মাসে বেশি কখনোই কাটায়নি। খবর এনডিটিভির।  

৬ বছর আগে ২০১৭ সালে অ্যালেক্স যখন হারিয়ে যায় তখন তার বয়স ছিল ১১ বছর। দক্ষিণ ফ্রান্সের একটি পাহাড়ি এলাকায় একজন ডেলিভারি ড্রাইভারের সঙ্গে অ্যালেক্সের যখন দেখা হয়, তখন সে চার দিন ধরে হেঁটে যাচ্ছিল। ডেলিভারি ড্রাইভার ফেবিয়েন আচিদিনি তদন্তকারীদের জানান, বৃষ্টি ভেজা অ্যালেক্সকে দেখেই মনে হচ্ছিল তার সাহায্য দরকার, সে ফরাসি বলতে পারছিল না। প্রথমে তাকে সন্দেহ হচ্ছিল, সে নিজের নাম না বলে ভিন্ন নাম বলেছিল। তবে সময় বাড়ার সঙ্গে সে মানিয়ে নেয়, কয়েকটা গ্রামে ডেলিভারি কাজে সাহায্য করে এবং নিজের সম্পর্কে বলতে শুরু করে।

ফেবিয়েন বলেন, অ্যালেক্স যখন আমাকে বলে তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বা অপহরণ করা হয়েছিল, তখন আমি অবাক হয়েছিলাম এবং তাকে বিষয়টা আবার বলতে বলি।        

এরপর ফেবিয়েন তাকে নানির সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করেন। তাছাড়া অনলাইনে সার্চ করে তিনি এও জানতে পারেন যে, অ্যালেক্স নিজ দেশে নিখোঁজ এবং সেই নিখোঁজের ছবি দেখে অ্যালেক্সের ব্যাপারে নিশ্চিত হন।

ফেবিয়েন জানান, বিষয়গুলো স্পষ্ট হলে তিনি অ্যালেক্সের সঙ্গে খোলাখুলি কথা বলেন। তখন অ্যালেক্স জানায়, সে স্কুলে ফিরে যেতে চায় এবং ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়তে চায়। শেষ পর্যন্ত ফেবিয়েনের সাহায্যে ঘরে ফিরল অ্যালেক্স।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।