ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নির্বাচনে ট্রাম্পকে ‘অযোগ্য’ ঘোষণা করল কলোরাডোর আদালত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
নির্বাচনে ট্রাম্পকে ‘অযোগ্য’ ঘোষণা করল কলোরাডোর আদালত

আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের কলোরাডো থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে প্ররোচনা দেওয়ায় ট্রাম্পের বিরুদ্ধে এই রায় দিয়েছে একটি স্থানীয় আদালত।

 

সংবিধানের যে ধারায় রায় দেওয়া হয়েছে, তা সচরাচর ব্যবহার করা হয় না। আমেরিকার ইতিহাসে আগে কোনও প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে থাকা ব্যক্তির বিরুদ্ধে এই ধারা ব্যবহার করা হয়নি। ওই ধারা অনুযায়ী, যারা বিদ্রোহ করবেন, তারা মার্কিন প্রেসিডেন্ট হতে পারবেন না। মঙ্গলবার বিচারকদের ৪-৩ ভোটে ঐতিহাসিক রায় দিয়েছে কলোরাডোর সুপ্রিম কোর্ট। তবে ট্রাম্পকে আপিলের সুযোগ দিতে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত রায় কার্যকর হবে না।  

ট্রাম্পের প্রচার টিম বলছে- চূড়ান্ত অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে কলোরাডোর সুপ্রিম কোর্ট। রায়ের বিরুদ্ধে মার্কিন সুপ্রিম কোর্টে আপিল করবেন তারা 

আগামী বছরের ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচন শুধুমাত্র কলোরাডোর ক্ষেত্রে ট্রাম্পের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। যদিও কলোরাডোতে ডেমোক্রেটদের ভোট বেশি; তবে এখানে ভোট করতে না পারার প্রভাব পড়তে পারে ট্রাম্পের পুরো নির্বাচনের ফলাফলের উপর।

 

বাংলাদেশ সময় : ১০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২০,২০২৩

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।