সোমবার রাতের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩১ জনে দাঁড়িয়েছে। প্রাথমিক খবরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে অন্তত ১১১ জন নিহত এবং আরও ২০০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।
স্থানীয় সময় গতকাল রাত ১১টা ৫৯ মিনিটে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি গানসু প্রদেশের জিশিশান কাউন্টিতে ভূমিকম্পটি আঘাত হানে। এই ভূমিকম্পে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো। খবর আল জাজিরা।
এটি ছিল গত ১৩ বছরের মধ্যে চীনে আঘাতহানা সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প।
চীনের প্রভাবশালী গণমাধ্যম সিজিটিএন এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে ৬.২ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। সেখানে দেশটির জাতীয় জরুরি সতর্কতা জারি করে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে।
এদিকে, ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯ এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার (ছয় মাইল)। মঙ্গলবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে চীনের স্থানীয় গণমাধ্যমগুলো।
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা,ডিসেম্বর ২০,২০২৩
এমএম