ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি জাহাজে নিষেধাজ্ঞা জারি করল মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
ইসরায়েলি জাহাজে নিষেধাজ্ঞা জারি করল মালয়েশিয়া

ফিলিস্তিনিদের উপর বর্বরতার প্রতিবাদে নিজেদের বন্দরে ইসরায়েলি জাহাজের প্রবেশ নিষিদ্ধ করেছে মালয়েশিয়া।  

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘গণহত্যা ও বর্বরতা’ চালাচ্ছে যার প্রতিবাদে ইসরায়েলের পতাকাবাহী কোনও জাহাজকে মালয়েশিয়ার বন্দর গুলোতে ভেড়াতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া।

এই সিদ্ধান্তের ধারাবাহিকতায় ইসরায়েলের জিআইএম শিপিং কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। একই সঙ্গে ইসরায়েল অভিমুখী কোনো জাহাজ মালয়েশিয়ার বন্দরগুলোতে মালামাল বোঝাই করতে পারবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। খবর সিএনএন।

এসব নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে বলে বিবৃতিতে জানিয়েছে মালয়েশিয়া প্রধানমন্ত্রীর কার্যালয়।

আনোয়ার ইব্রাহিম ইসরায়েল এবং এর মার্কিন সমর্থকদের বড় সমালোচক, যদিও দেশ হিসেবে মালয়েশিয়া যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্যিক অংশিদার। কিছুদিন আগে সংসদে এক বক্তৃতায় পশ্চিমাদের চাপ থাকা সত্ত্বেও হামাসের সঙ্গে সম্পর্ক চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

 

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।