ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিবাহিনীর অভিযানে ১৩০ আল-শাবাব সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
সোমালিবাহিনীর অভিযানে ১৩০ আল-শাবাব সদস্য নিহত

সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে, তারা দেশটির মধ্য এবং দক্ষিণ অঞ্চলে অভিযান চালিয়ে ১৩০ জন আল-শাবাব সদস্যকে হত্যা করেছে।  

আল-শাবাব হচ্ছে আল কায়েদার একটি সহযোগী সংগঠন।

এরা সাধারণত আফ্রিকাতেই তাদের জঙ্গি কার্যক্রম পরিচালনা করে থাকে।

সোমালি কর্তৃপক্ষ আরও জানায়, তারা গত তিন দিন ধরে এই অভিযান চালিয়েছে, যেখানে তারা আল-শাবাব সদস্যদের নিষ্ক্রিয় করার পাশাপাশি বিশাল অঞ্চলের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। খবর আনাদোলু।   

সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমালি সেনাবাহিনী আঞ্চলিক সেনাদের সহযোগিতার গত তিন দিন ধরে হিরশাবেলে অঞ্চলের মুদুগ রাজ্য এবং দক্ষিণাঞ্চলের জুবাল্যান্ড রাজ্যে ‘খারিজি’দের (আল-শাবাব) বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। অভিযানে ক্যাডলি, বুর্তা ইয়াগুস এবং মুদুগ অঞ্চলে অবস্থিত বারাগ ইসমাসিলের আশেপাশের এলাকা সন্ত্রাসী গোষ্ঠী থেকে মুক্ত করা হয়েছে তাছাড়া বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং জঙ্গিদের একাধিক গোপনআস্তানা ধ্বংস করা হয়েছে।  

‘খারিজি’দের সমূলে উৎখাত না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে উল্লেখ করা হয়।   

২০০৭ সাল থেকে, আল-শাবাব সন্ত্রাসী গোষ্ঠী সোমালি সরকার এবং সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়ন ট্রানজিশন মিশন (এটিএমআইএস) এর সঙ্গে যুদ্ধ করে আসছে।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।