ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে প্রথম হিন্দু নারী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন সাবিরা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
পাকিস্তানে প্রথম হিন্দু নারী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন সাবিরা 

আগামী বছরের ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিতব্য জাতীয় পরিষদ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার জন্য লড়বেন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নারী সাবিরা পারকাশ। প্রথম হিন্দু নারী হিসেবে তিনি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনের জেলা থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী হিসেবে গত ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন সাবিরা। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়া-২৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। খবর দ্য ডন।

সাবিরা পারকাশ পেশায় চিকিৎসক। বাবার নাম ওম পারকাশ। তিনিও চিকিৎসক তবে এখন পেশা থেকে অবসর নিয়েছেন। চিকিৎসকের পাশাপাশি তিনি একজন রাজনীতিকও। গত ৩৫ বছর ধরে বেনজির-বিলাওয়াল ভুট্টোর দল পিপিপি-র সক্রিয় কর্মী ওম প্রকাশ।

সাবিরা ২০২২ সালে অ্যাবোটাবাদ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি বুনের জেলার পিপিপির নারী শাখার সাধারণ সম্পাদক।

সাবিরা পিপিপির হয়ে মনোনয়ন জমা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করে জানিয়েছেন, তিনি তার এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর সেবা করার লক্ষ্যে তার বাবার পদাঙ্ক অনুসরণ করতে চান।

পাকিস্তানে ন্যাশনাল অ্যাসেম্বলিতে তিন ধরনের আসন আছে। সাধারণ আসন, মহিলাদের জন্য সংরক্ষিত আসন ও সংখ্যালঘুদের (হিন্দু, খ্রিস্টান, পার্সি, শিখ) জন্য সংরক্ষিত আসন। যে দল যতগুলো সাধারণ আসন দখল করবে, তার ভিত্তিতে সংরক্ষিত আসন পায় তারা।

সাবিরা যদিও বলেছেন তিনি সাধারণ আসন থেকে লড়েন; রক্ষণশীল এলাকার ওই আসনটিতে শেষ পর্যন্ত অন্য কোনও জোরদার প্রার্থীকে জিতিয়ে এনে সংরক্ষিত আসনে সাবিরাকে আইনসভায় পাঠাতে পারে পিপিপি।

 

বাংলাদেশ সময় : ১২৫১ ঘণ্টা, ডিসেম্বর ২০,২০২৩

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।