সিরিয়ার দামাসকাস আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলায় ইরানের ১১ সেনা নিহত হয়েছেন। তারা সকলেই ইসলামিক বিপ্লবী গার্ডের সদস্য।
শুক্রবার এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, বৃহস্পতিবার দামাসকাস বিমানবন্দরে একটি উচ্চপদস্থ প্রতিনিধি দলকে স্বাগত জানাতে যান এ সেনারা। ওই সময় বিমান হামলার ঘটনা ঘটে।
এর আগে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম দক্ষিণ সিরিয়া ও দামাসকাসের কাছে বিমান হামলার তথ্য প্রকাশ করে।
ইসরায়েল সিরিয়ায় হামলার ব্যাপারে কখনো কোনো ধরনের তথ্য দেয় না। তবে তারা সব সময় বলে আসছে, ইরানকে কখনোই সিরিয়ায় উপস্থিতি বৃদ্ধি করতে দেবে না ইসরায়েল।
নিহত সেনারা মূলত সিরিয়ায় পূর্বাঞ্চলে অবস্থিত ইরান সমর্থিত সামরিক গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন।
ইরানের বাইরে লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরাকে ইরানি বিপ্লবী গার্ডের সেনারা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকেন। এসব দেশের সশস্ত্র গোষ্ঠীদের বিশেষ করে শিয়াপন্থী যোদ্ধাদের বিভিন্নভাবে সহায়তা করে থাকেন তারা।
বাংলাদেশ সময়: ০৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
এমএম