ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উসকানি দিলে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়াকে ধ্বংস করার নির্দেশ কিমের 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
উসকানি দিলে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়াকে ধ্বংস করার নির্দেশ কিমের 

সামরিক সংঘর্ষের উসকানি দিলে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়াকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়ার জন্য তার সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন।  

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন রাজনৈতিক দল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার (ডব্লিউপিকে) পাঁচ দিনব্যাপী সভায় নতুন বছরের জন্য অর্থনৈতিক, সামরিক ও পররাষ্ট্রনীতি বিষয়ক লক্ষ্য নির্ধারণের সময় ওয়াশিংটনের নীতির তীব্র সমালোচনা করেন কিম।

এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নীতি যুদ্ধকে অনিবার্য করে তুলেছে।

দেশটির সংবাদমাধ্যম জানাচ্ছে; কিম ওই সভায় বলেছেন, আমাদের আক্রমণ করার জন্য শত্রুদের বেপরোয়া আচরণের কারণে মনে হচ্ছে, কোরীয় উপদ্বীপে যেকোনো সময় যুদ্ধ শুরু হতে পারে। খবর আল জাজিরা।

কিম বলেছেন, পারমাণবিক পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাওয়া এবং যুক্তরাষ্ট্র বিরোধী অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানো ছাড়া তার হাতে আর কোনো বিকল্প নেই। এ সময় ‘দক্ষিণ কোরিয়ার সমগ্র ভূখণ্ডকে নিস্তব্ধ করে দিতে’ প্রস্তুত থাকার জন্য তিনি উত্তর কোরিয়ার সামরিক বাহিনীকে নির্দেশ দেন। যেকোনো আক্রমণের জবাবে প্রয়োজনে পারমাণবিক বোমা প্রস্তুত রাখার জন্যও বলেছেন তিনি।

এই সভায় নতুন বছরে তিনটি গুপ্তচর উপগ্রহ, সামরিক ড্রোন এবং পারমাণবিক অস্ত্রের ভান্ডার বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে উত্তর কোরিয়া।


বাংলাদেশ সময়: ১৫১০ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৪
এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।