অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরর্ডান। দীর্ঘ এক দশকের প্রেমের পর পার্টনার ক্লার্ক গেফোর্ডকে বিয়ে করলেন তিনি।
জেসিন্ডার মুখপাত্র জানান, শনিবার নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের একটি উপকূলীয় এলাকায় জেসিন্ডা ও গেফোর্ডের বিয়ের অনুষ্ঠান হয়। তাদের বিয়েতে ৭৫ জনের মতো অতিথি ছিলেন।
২০১৯ সালের মে মাসে বাগদান সম্পন্ন হলেও করোনা মহামারির কারণে তাদের বিয়ে আটকে যায়।
২০১৭ থেকে গত বছরের জানুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন জেসিন্ডা। এ সময় তিনি বাম ধারার রাজনীতি ও নারী নেতৃত্বের জন্য বিশ্ব আইকনে পরিণত হন।
প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ২০১৮ সালের ২১ জুন তিনি কন্যা সন্তানের জন্ম দেন।
প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার পর গত ছয় মাসে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ৩টি ফেলোশিপ করছেন জেসিন্ডা। বর্তমানে তিনি প্রিন্স উইলিয়ামের আর্থশট প্রাইজের একজন ট্রাস্টি এবং ক্রাইস্টচার্চ কলের বিশেষ দূত।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
নিউজ ডেস্ক