তাইওয়ানের নির্বাচনে জয় পেল স্বাধীনতাপন্থী ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী লাই চিং। তার বিজয় ঠেকাতে চীনের পরোক্ষ প্রচার ছিল, ছিল তাইওয়ানবাসীর প্রতি আহ্বান।
নির্বাচনে বিজয় নিশ্চিত হওয়ার পর লাই চিং তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেছেন, আমাদের গণতন্ত্রে একটি নতুন অধ্যায় লেখার জন্য আমি তাইওয়ানের জনগণকে ধন্যবাদ জানাতে চাই। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে বলছি, গণতন্ত্র ও কর্তৃত্ববাদের মধ্যে আমরা গণতন্ত্রের পক্ষে দাঁড়াব।
তাই এই নির্বাচনের প্রতিক্রিয়ায় চীন বলছে তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে একত্রিকরণ এখন জরুরি হয়ে পড়েছে।
চীনের তাইওয়ান বিষয়ক মুখপাত্র চেন বিনহুয়া বলেছেন, তাইওয়ান চীনের, বেইজিং জাতীয় পুনরেকত্রীকরণ বাস্তবায়নে তার পূর্বের অবস্থানে অবিচল রয়েছে। এটি বেইজিংয়ের পাথরদৃঢ় সংকল্প।
তিনি আরও বলেন, চীন তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী কার্যক্রমের কঠোর বিরোধিতা করে। এ ব্যাপারে বিদেশি হস্তক্ষেপেরও বিরোধিতা করে। আমরা তাইওয়ানের গুরত্বপূর্ণ রাজনৈতিক দল, গোষ্ঠী এবং বিভিন্ন সেক্টরের লোকদের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি, সমন্বিত উন্নয়ন, যৌথভাবে চীনা সংস্কৃতির প্রচার এবং সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়নকে এগিয়ে নিতে সেই সঙ্গে জাতীয় পুনর্মিলনের কারণে কাজ করব।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
এমএম