ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত চিলির সাবেক প্রেসিডেন্ট পিনেরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত চিলির সাবেক প্রেসিডেন্ট পিনেরা

চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন।

৭৪ বছর বয়সী পিনেরার মৃত্যুর খবর এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে তার দপ্তর।

 

পিনেরা দুই দফায় চিলির প্রেসিডেন্ট ছিলেন। প্রথমবার ২০১০ থেকে ২০১৪ সাল আর দ্বিতীয়বার ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।  

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) চিলির  রাজধানী সান্তিয়াগোর থেকে ৯২০ কিলোমিটার দক্ষিণের লাগো রানকো জেলায় তাকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

পিনেরা প্রায়ই নিজের হেলিকপ্টার নিজেই চালাতেন। হ্রদের জন্য সুপরিচিত জেলাটিতে সন্তান ও নাতি-নাতনিদের সঙ্গে অবকাশ কাটাচ্ছিলেন সাবেক প্রেসিডেন্ট।

পিনেরার মৃত্যুর খবরে দক্ষিণ আমেরিকার বর্তমান ও সাবেক রাষ্ট্র ও সরকারপ্রধানেরা শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৪
এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।