ফিলিস্তিনের পশ্চিম তীরে দায়িত্বরত ইসরায়েলি সেনাদের ওপর নিষেধাজ্ঞা জারি করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ‘কান’- এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি।
পশ্চিম তীরে ফিলিস্তিনের প্রতি অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিদের সহিংসতার বিষয়ে যুক্তরাষ্ট্র বারবার সতর্ক করলেও তেলআবিব সন্তোসজনক কোনো উত্তর দেয়নি।
আগামী ৬০ দিনের মধ্যে পশ্চিম তীরে ফিলিস্তিনের প্রতি অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিদের সহিংসতার বিষয়ে সন্তোসজনক জবাব এবং যথাযত ব্যবস্থা না নিলে, পশ্চিম তীরে দায়িত্বরত ইসরায়েলি কমান্ডার এবং সেনাদের বিরুদ্ধে স্যাংশন দেবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ইসরায়েলি সংবাদমাধ্যমটি জানায়, তেলআবিব যুক্তরাষ্ট্রের এই সতর্ক বার্তাকে গুরুত্বসহকারে বিবেচনা করছে এবং এই স্যাংশনের ব্যাপ্তি বেড়ে তা সামরিক কর্মকর্তা, সংসদ সদস্য ও মন্ত্রী পর্যন্ত অন্তর্ভুক্ত হতে পারে বলে তারা মনে করছে।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনের পশ্চিম তীরে গত সপ্তাহে অন্তত ১০৭ ফিলিস্তিনি নিহত এবং ১৪৩ জন আহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৪
এমএম