ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আর্মেনিয়া-আজারবাইজানে আবারও সংঘাত, ২ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
আর্মেনিয়া-আজারবাইজানে আবারও সংঘাত, ২ সেনা নিহত ছবি: সংগৃহীত

নতুন করে সংঘাতে জড়িয়ে পড়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। আর্মেনিয়া জানিয়েছে, আজারবাইজান বাহিনীর হামলায় তাদের দুই সেনা নিহত হয়েছে।

 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দক্ষিণাঞ্চলীয় সিউনিক অঞ্চলে এ হামলা চালানো হয়। খবর এএফপির

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আজারবাইজানের সশস্ত্র বাহিনীর বেশ কিছু ইউনিট তাদের একটি ছোট গ্রামে হামলা চালিয়েছে। এতে দুই সেনা নিহত হয়েছে।

এদিকে আর্মেনিয়া ও আজারবাইজান একে অপরকে অস্থির সীমান্তে গুলি চালানোর ঘটনায় দোষারোপ করছে।  

এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলকে কেন্দ্র করে আর্মেনিয়া ও আজারবাইজান বাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়।

আর্মেনিয়া ও আজারবাইজান উভয় দেশই সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর তারা দুটি স্বাধীন দেশে পরিণত হয়।

আর্মেনিয়া জানিয়েছে, আজারবাইজান বাহিনীর হামলায় তাদের বেশ কয়েকজন সেনা আহত হয়েছে।

অপরদিকে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তরপূর্ব টোভুজ অঞ্চলের কোখানাবি গ্রামে সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে আর্মেনিয়া সেনারা দুবার গুলি চালিয়েছে। এমন অভিযোগ অস্বীকার করেছে আর্মেনিয়া।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।