ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজা উপকূলে পৌঁছালো ত্রাণবাহী জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৪
গাজা উপকূলে পৌঁছালো ত্রাণবাহী জাহাজ

গাজার উপকূলে প্রথমবারের মতো পৌঁছালো কোনো ত্রাণবাহী জাহাজ।  ‘ওপেন আর্মস’ নামে স্প্যানিশ জাহাজটি ২০০ টন খাদ্যসামগ্রী নিয়ে শুক্রবার বিকেলে গাজা উপকূলের কাছাকাছি পৌঁছায়।

 

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, স্পেনের দাতব্য সংস্থা ওপেন আর্মস, যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন এবং সংযুক্ত আরব আমিরাতের যৌথ উদ্যোগে পাঠানো এই ২০০ টন ত্রাণের মধ্যে রয়েছে চাল, ময়দা, বিন, ক্যানজাত সবজি এবং ক্যানজাত মাংস।

উপকূল থেকে দূরে নোঙর করা জাহাজটি থেকে কার্টন খালাস করে বার্জের মাধ্যমে গাজা সিটির শেখ আজলিন এলাকায় ভবনের ধ্বংসাবশেষ দিয়ে নির্মাণ করা অস্থায়ী জেটি নিয়ে আসা হয়েছে।

গাজায় রওনা হওয়ার আগে সাইপ্রাস উপকূলে জাহাজটি ইসরায়েলি সেনারা তল্লাশি করেছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

স্বাভাবিক অবস্থায় গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ সীমান্ত দিয়ে উপত্যকায় ত্রাণ সরবরাহ পৌঁছাত। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর স্থল সীমান্ত দিয়ে গাজায় ত্রাণ সরবরাহ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ কিছুদিন বিমান থেকে উপত্যকায় ত্রাণ ফেলেছে। সেই ত্রাণের বস্তার নিচে চাপা পড়ে মানুষ মারাও গেছে।    

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, গাজায় সমুদ্রপথে ত্রাণ পাঠাতে শিগগিরই একটি অস্থায়ী বন্দর নির্মাণ করতে যাচ্ছেন মার্কিন সেনারা।  

যদি সমুদ্র পথে ত্রাণ পাঠানোর এই মিশন সফল বলে বিবেচিত হয়, তবে অন্যান্য আন্তর্জাতিক সংস্থা গাজায় সাহায্য পাঠানোর ক্ষেত্রে এই পথ অনুসরণ করবে।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।