ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের শিশুদের ওপর, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৪
ইরাকে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের শিশুদের ওপর, নিহত ৬

ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা প্রদেশে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় একটি স্কুলের ছয় শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ১০ জন।

ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ) এ খবর প্রকাশ করেছে।

আইএনএ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। একটি রেফ্রিজারেটর ট্রাক প্রাদেশিক রাজধানী বসরা থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তরে আল-হার্থায় স্কুলের বাইরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি রাস্তায় শিশুদের ওপর উঠে যায়।

আইএনএ জানিয়েছে, প্রাথমিক তদন্ত অনুসারে ব্রেক ফেল হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে। ইরাকি নিরাপত্তা বাহিনী ওই ট্রাকের চালককে গ্রেপ্তার করেছে। প্রদেশ কর্তৃপক্ষ তিন দিনের শোক ঘোষণা করেছে।

ইরাকি হাই কমিশন ফর হিউম্যান রাইটস অনুসারে, ২০২৩ সালে ৭ হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। প্রধানত পুরোনো এবং ব্যবহারের অযোগ্য রাস্তা, পর্যাপ্ত ট্র্যাফিক সিগন্যাল এবং নিরাপত্তা অভাব, সে সঙ্গে ট্রাফিক নিয়মের অবহেলার কারণে এসব দুর্ঘটনা ঘটে।

সূত্র: সিনহুয়া

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।