ঈদের দিন বুধবার (১০ এপ্রিল) ইসরায়েলি বিমান হামলায় হামাসের প্রধান নেতা ঈসমাইল হানিয়ার তিন ছেলে ও তিন নাতি-নাতনি নিহত হয়েছেন।
সেদিন যুদ্ধাহত চিকিৎসাধীন ফিলিস্তিনিদের দেখতে কাতারের রাজধানী দোহার একটি হাসপাতালে গিয়েছিলেন তিনি।
আল জাজিরায় প্রকাশিত এক ভিডিও দেখা যায় তিনি বলেছেন, তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়ে জাতীয় স্বার্থ, আমাদের ভবিষ্যৎ ও স্বাধীনতাসহ সকল আশা-আকাংক্ষা
বাস্তবায়িত হবে। খবর টাইস অব ইসরায়েল
তিনি আরও বলেন, কোনো সন্দেহ নেই এই শত্রুরা প্রতিশোধ, হত্যা এবং রক্তপাতে উদ্বুদ্ধ হয়েছে এবং তারা কোনো আইন মানেনা।
হানিয়া জানিয়েছেন, চলমান যুদ্ধে এখন পর্যন্ত তার পরিবারের ৬০ সদস্য নিহত হয়েছেন।
হামাস প্রধান দৃঢ় কণ্ঠে বলেন, নেতাদের বাড়িঘর ও পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে হামাসকে থামানো যাবে না। তাদের শহীদ হওয়ার মর্যাদা প্রদান করায় আল্লাহকে ধন্যবাদ।
বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৪
এমএম
The moment Hamas political leader Ismail Haniyeh is told Israel assаssinаtеd his children and grandchildren pic.twitter.com/gamfNnHV2o
— What the media hides. (@narrative_hole) April 10, 2024