যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের আইনপ্রণেতারা একটি বিল পাস করেছেন যেখানে শিক্ষকদের স্কুলে হ্যান্ডগান বা বন্দুক বহন করা অনুমোদন দেওয়া হয়েছে।
বিলটিতে বলা হয়েছে, শিক্ষকরা স্কুলে বন্দুক নিয়ে যেতে পারবেন।
বিলে আরও বলা হয়েছে, স্কুলের ভিতরে কেউ যদি বন্দুক নিয়ে যেতে চান, তাহলে তাকে প্রতি বছর ৪০ ঘণ্টার প্রশিক্ষণ নিতে হবে। তিনি প্রকাশ্যে বন্দুক নিয়ে যেতে পারবেন না। বন্দুক গোপন রাখতে হবে। স্কুল কর্তৃপক্ষ ওই বন্দুক নিয়ে আসার অনুমতি দেবেন। তার আগে পুলিশকে বিষয়টি জানাতে হবে এবং বন্দুকধারীর পরিচয় দিতে হবে।
গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীর তাণ্ডবে প্রচুর শিশু ও শিক্ষকের মৃত্যু হয়েছে। টেনেসিতেও ন্যাশভিলের ঘটনার এক বছর পর এই বিল পাস করা হলো।
তবে এই বিলের বিরোধিতা করছে ডেমোক্র্যাটরা। বিলটি যখন পাস হচ্ছে, তখন দর্শক গ্যালারি থেকে স্লোগান দেয়া হয়, ‘আপনাদের হাতে রক্ত লেগে থাকবে’। ডেমোক্র্যাট নেতা জাস্টিন জোনস বলেছেন, রিপাবলিকান সহকর্মীরা আমাদের রাজ্যকে বন্দুকের নলের সামনে রাখছেন। তারা বন্দুক প্রস্তুতকারকদের সাহায্য করছেন। নৈতিক দিক থেকে এই সিদ্ধান্ত নেয়া যায় না।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
এমএম