সম্প্রতি দক্ষিণ চীন সাগরের ভূখণ্ড নিয়ে চীন ও ফিলিপাইনের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চরমে উঠেছে।
ঠিক এমন সময়ে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র চীনকে দক্ষিণ চীন সাগরের ‘রেড লাইন’ সীমারেখা অতিক্রম না করার জন্য সতর্কবার্তার মাধ্যমে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের লয়েড অস্টিনসহ সারা বিশ্বের প্রতিরক্ষা প্রধানদের উপস্থিতিতে সিঙ্গাপুরে একটি নিরাপত্তা ফোরামে বক্তৃতা করার সময় মার্কোস এ হুঁশিয়ারি দেন।
শুক্রবার মার্কোস হুঁশিয়ারিতে বলেন, চীনের আগ্রাসী কর্মকাণ্ডের ফলে যদি কোনো ফিলিপাইনের নাগরিক মারা যান ফিলিপাইন সেটিকে ‘যুদ্ধের পর্যায়ের কাজ’ হিসেবে মনে করবে। এমন কাজের জবাব ফিলিপাইন সেভাবেই দেবে।
ওই ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা প্রধানরা অংশ নিয়েছেন- যার মধ্যে যুক্তরাষ্ট্র এবং চীনের প্রতিনিধিরাও ছিলেন।
চীনা টহল জাহাজ থেকে ফিলিপাইনের নৌকা এবং সরবরাহকারী জাহাজগুলোতে জলকামান নিক্ষেপের অভিযোগ করেছে ম্যানিলা।
বেইজিং বলেছে তারা তার সার্বভৌমত্ব রক্ষা করছে। শীর্ষ সম্মেলনে, একজন চীনা সামরিক মুখপাত্র ফিলিপাইনকে ‘উসকানি’ দেওয়ার অভিযোগ আনেন।
সূত্র: বিবিসি
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুন ১, ২০২৪
জেএইচ