ঢাকা, শুক্রবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

পাকিস্তানে পেতে রাখা বোমা বিস্ফোরণে ৫ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, জুন ২২, ২০২৪
পাকিস্তানে পেতে রাখা বোমা বিস্ফোরণে ৫ সেনা নিহত

আফগানিস্তানের সীমান্তসংলগ্ন পাকিস্তানের উত্তর–পশ্চিমাঞ্চলে দেশটির সেনাবাহিনীর গাড়িতে পেতে রাখা বোমার বিস্ফোরণে পাঁচ সেনা নিহত হয়েছেন।  

পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পার্বত্য খুররাম জেলায় শুক্রবার (২১ জুন) এই হামলার ঘটনা ঘটেছে।

নিরাপত্তা বাহিনীর গাড়িতে আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণ এই নিহতের ঘটনা ঘটে। এতে পাঁচজন সেনাসদস্য শহীদ হয়েছেন। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে আইইডি ব্যবহার করে দ্বিতীয় হামলা এটি।

তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কোনো সংগঠন স্বীকার করেনি। তবে পাকিস্তানি তালেবান ও ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) পাকিস্তানের ওই এলাকায় দীর্ঘদিন ধরে বেশ সক্রিয়।

তেহরিক–ই–তালেবান পাকিস্তান (টিটিপি) এই এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর মাঝেমধ্যেই হামলা চালায়। ২০২১ সালের আগস্টে প্রতিবেশী আফগানিস্তানে তালেবান শাসন ফিরে আসার পর এমন হামলার ঘটনা বেড়ে গেছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুন ২২, ২০২৪

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ