ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে ভূমিধসে একই পরিবারের ৫ জনসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জুন ২৯, ২০২৪
নেপালে ভূমিধসে একই পরিবারের ৫ জনসহ নিহত ৯

পশ্চিম নেপালে ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে একই পরিবারের পাঁচজনসহ অন্তত নয়জন নিহত হয়েছে।  

শনিবার দেশটির ডিজাস্টার রেসকিউ অ্যান্ড রিডাকশন ম্যানেজমেন্ট অথরিটির মুখপাত্র ডিজান ভাট্টরাইয়ে এ তথ্য জানান।

ডিজান ভাট্টরাইয়ে বলেন, কাঠমান্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫৬ মাইল) পশ্চিমে গুলমি জেলার মালিকা গ্রামে ভূমিধসের সময় একটি পরিবারের পাঁচজন সদস্য ঘুমিয়ে ছিলেন। তারা সবাই মাটির নিচে চাপা পড়ে মারা গেছেন।

ভট্টরাই আরও বলেন, পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুটি শিশুও রয়েছে।

পার্শ্ববর্তী স্যাংজা জেলায়, এক নারী এবং তার তিন বছরের মেয়ে ভূমিধসে মারা গেছে। তাদের বাড়ি পানিতে ভেসে গেছে।  

অন্যদিকে গুলমির সীমান্তবর্তী বাগলুং জেলায় আরেকটি ভূমিধসে দুইজন নিহত হয়েছেন।

জুনের মাঝামাঝি থেকে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে নেপালে ভূমিধস, বন্যা এবং বজ্রপাতের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩৫ জন মারা গেছে। দেশটিতে সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে।

প্রতি বছর বর্ষা মৌসুমে নেপালে ভূমিধস এবং আকস্মিক বন্যায় শত শত লোক মারা যায়।

সূত্র: দ্য কাঠমুন্ডু পোস্ট

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জুন ২৯, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।