গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার এক বছর পূর্ণ হলো গতকাল (৭ অক্টোবর)। এদিনও গাজা উপত্যকা জুড়ে কমপক্ষে ৭৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী ।
এদিকে ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার(৭ অক্টোবর) উত্তর গাজায় হামাসের হামলায় এক ইসরায়েলি সার্জেন্ট নিহত হয়েছেন। নিহত সার্জেন্টের নাম নোয়াম ইসরাইল আবদো।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০ বছর বয়সী সৈনিক তেল আবিবের ঠিক উত্তরে ইসরায়েলের মাকদিমা-জোরান পাড়ার বাসিন্দা ছিলেন।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা যুদ্ধে এক বছরে তাদের ৭২৯ সেনা ও ৬৭ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।
গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪১,৯০৯ জন নিহত এবং ৯৭,৩০৩ জন আহত হয়েছে।
গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় কমপক্ষে ১,১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছিল এবং ২০০ জনেরও বেশি লোককে অপহরণ করেছিল হামাস।
বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২৪
এমএম