ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তান সফরে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪
পাকিস্তান সফরে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী

ঢাকা: রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই সৌগু বর্তমানে পাকিস্তান সফর করছেন। একদিনের সফরে তিনি বৃহস্পতিবার ইসলামাবাদে পৌঁছান।



ডন অনলাইন জানায়, দুই দেশের মধ্যে দ্বি-পাক্ষিক নিরাপত্তা সহযোগিতা বিষয়ে আলোচনা হবে। সাম্প্রতিক সময়ে মধ্যে এটাই প্রথম কোনো রাশিয়ান মন্ত্রীর পাকিস্তান সফর।

সংক্ষিপ্ত সফরে সৌগুর পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। বৈঠকে পাকিস্তান ও রাশিয়ার মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষার নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

খবরে বলা হয়, সফরে নিরাপত্তা বিষয়ক স্মারক চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত সম্পর্ক জোরদারের যে ইঙ্গিত দিয়েছেন তাতে নড়েচড়ে বসেছে রাশিয়া। তাই তারা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির কথা পুনর্বিবেচনা করছে। এর প্রেক্ষিতেই রাশিয়ান প্রতিরক্ষামন্ত্রীর এ সফর।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।