ঢাকা: পূর্ব জেরুজালেমে মঙ্গলবার একটি ইহুদি উপাসনালয় (সিনাগগে) হামলার ঘটনায় জবাব দিতে শুরু করেছে ইসরায়েল। তারা ফিলিস্তিনি অধ্যুষিত পূর্ব জেরুজালেমে হামলা করেছে।
সিনাগগে হামলায় পাঁচজন ইসরায়েলি নিহত হয়েছিল। পরে হামলাকারী দুই ফিলিস্তিনিতে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। খবর আল-জাজিরা।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিনাগগে হামলার কঠোর জবাব দেওয়া হবে- এমন হুঁশিয়ারির একদিন পর ফিলিস্তিনের বাড়িঘরে হামলা শুরু করল ইসরায়েল।
মঙ্গলবার ভাষণে নেতানিয়াহু বলেন, ‘জেরুজালেম চিরকাল আমাদের রাজধানী। আইন কেউই নিজের হাতে তুলে নিতে পারে না। হামলার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
সিনাগগে হত্যাকাণ্ডের পর ফিলিস্তিনে উল্লাস করা হয়েছে উল্লেখ করে তিনি এর নিন্দা জানান। ইসরায়েলি নাগরিকদের হত্যাকারী প্রত্যেকের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার নির্দেশও দেন তিনি।
বুধবার পূর্ব জেরুজালেমের প্রাচীন শহর সিলওয়ানে আবদেল রহমানের আল-শালুদিনের বাড়ি ভেঙ্গে দেওয়া হয়। আবদেল রহমান গত মাসে জেরুজালেমের একটি রেল প্লাটফর্মে দুইজন ইসরায়েলিকে হত্যা করেন।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪